শনিবার, ৮ আগস্ট, ২০১৫

এবার youtube থেকে সরাসরি ভিডিও ডাউনলোড দিন!! স্ক্রিনসর্ট সহ বিস্তারিত

Tags

বন্ধুরা আমরা যারা অনলাইন সম্পর্কে একটু বুঝি তাদরে সবারই youtube সাইট সম্পর্কে ধারনা আছে । তারপরও সংক্ষেপে একটু বলি, youtube হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও ওয়েব সাইট, যেটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানের ভিডিও যেগুলো জনসাধারনের জন্য নির্মাণ করা হয়েছে। এছাড়াও নানা প্রকার ভিডিও টিউটোরিয়াল যা বিঙ্গান সম্মত। শিক্ষা, আনন্দ, নতুনত্ব ইত্যাদি কোনটিরই কমতি নেই এই সাইটে। যাই হোক, এবার কাজের কথায় আসি। আমরা প্রতন্ত্য অঞ্চলের মানুষেরা নেটের গতি ভাল পাইনা। তাই youtube  এ কোন ভিডিও দেথা প্রায় অসম্ভব। অর্থাৎ ২জি নেটওয়ার্কে youtube এর ভিডিও দেখা সম্ভব নয়। কাই বলে কি আমরা পিছিয়ে থাকব? না পিছিয়ে থাকব না। বন্ধুরা এ সমস্যা থেকে সমাধানের জন্যই আমার এ পোষ্ট।
আপনারা সম্পূর্ন ফ্রি তে  একটি সফটওয়ার ডাউনলোড করে নিন যেটা দিয়ে সরাসরি youtubeএর ভিডিও গুলো আপনার সংরক্ষণে রাখতে পারবেন। অর্থাৎ ডাউনলোড করে নিতে পারবেন।
 খুবই সাধারণ একটি সফটওয়ার শুধুমাত্র youtube এর লিংক টা কপি করে সফটওয়ারে পেষ্ট করে দিন আর পছন্দের ফরমেটে ডাউনলোড দিন ব্যাস।


কোন রকম ঝামেলা ছাড়াই উপভোগ করুন আপনার কাঙ্খিত ভিডিও।

সফটওয়ারটি সরাসরি ডাউনলোড করতে  এখানে ক্লিক করুন

 ধন্যবাদ সবাইকে

This Is The Newest Post
This Is The Oldest Page


EmoticonEmoticon